রংপুর-৩ আসনে উপনির্বাচন আগামীকাল

প্রকাশ: অক্টোবর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

রংপুর- সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন প্রার্থী ভোট দেবেন লাখ ৪১ হাজার ২২৪ ভোটার এরই মধ্যে গতকাল সকাল ৯টায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে একই সঙ্গে নির্বাচনের দিন পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ

এদিকে গতকাল সকাল ৯টায় নির্বাচনী এলাকার ১৭৫টি ভোটকেন্দ্রে একযোগে মক ভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্য দিয়ে ভোটাররা ইভিএমে ভোট দেয়ার মহড়া সেরে নিয়েছেন সময় ভোটারদের সহযোগিতা করেন প্রিজাইডিং পোলিং অফিসাররা

রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন বলেন, নগরীসহ নির্বাচনী এলাকায় মোটরসাইকেল মোটরযান চলাচল বন্ধের পাশাপাশি বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে আগামীকালের নির্বাচনে লাখ ২০ হাজার ৮২৩ পুরুষ লাখ ২০ হাজার ৪০১ জন নারী ভোটার ভোট দেবেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫