নাটোরে মাদক মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

প্রকাশ: অক্টোবর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 নাটোরে পাঁচ হাজার পিস ইয়াবা মজুদ রাখার দায়ে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত গতকাল দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক রায় ঘোষণা করেন সেলিম শেখ ওরফে সোহাগ শহরের কানাইখালী এলাকার শেখ গোলাম কিবরিয়ার ছেলে রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন

অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের এপিপি মাসুদ হাসান জানান, ২০১৭ সালের জানুয়ারি নাটোর শহরের কানাইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ সময় ভবনের মালিক ফরিদ রেজার তিনতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া সেলিম শেখ ওরফে সোহাগের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ঘটনায় সদর থানায় মামলা করে পুলিশ দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রায় ঘোষণা করেন আদালত


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫