জমির বিদেশী মালিকানা নিষেধাজ্ঞার অবসান ঘটাচ্ছে শ্রীলংকা

প্রকাশ: অক্টোবর ০৪, ২০১৯

বিদেশী মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর আরোপিত জমির মালিকানাসংক্রান্ত নিয়ন্ত্রণের অবসান ঘটাতে একটি খসড়া আইন অনুমোদন করেছে শ্রীলংকার মন্ত্রিসভা।

বেশকিছু দেশী বিদেশী কোম্পানিকে বাজেয়াপ্ত এবং প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) জন্য ভূমির ব্যবহার কমানোর প্রায় তিন বছর পর, জাতীয়তাবাদের উত্থানের মুখে বিদেশী বিনিয়োগকারীদের স্থানীয় জমির মালিকানা প্রাপ্তিতে আরো প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ২০১৪ সালে শ্রীলংকা একটি নতুন আইন পাস করে।

ল্যান্ড (রেস্ট্রিকশনস অ্যান্ড এলিয়েনেশন) অ্যামেন্ডমেন্ট বিলের আওতায় শ্রীলংকার নাগরিকদের ইচ্ছামতো যে কারো কাছে জমি বিক্রি করার অধিকার রদ করা হয়।

সূত্র: ইকোনমি নেক্সট


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫