উপাচার্যপন্থী শিক্ষকদের দাবি : জাবিতে পদ্মা সেতু স্টাইলে ষড়যন্ত্র

প্রকাশ: অক্টোবর ০৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযাগ মিথ্যা দাবি করে অভিযোগকারীদের উন্নয়নবিরোধী অ্যাখ্যা দিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের চলমান উপাচার্য অপসারণ আন্দোলনের পেছনে পদ্মা সেতু স্টাইলে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন তারা।      

গতকাল বেলা ১১টায় জাবির শহীদ মিনারের সামনের সড়কে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব দাবি করেন উপাচার্যপন্থী শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের শতাধিক শিক্ষক অংশ নেন। উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগকারীদের বিরুদ্ধেও দুর্নীতির স্পষ্ট অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন তারা।

মানববন্ধনে জাবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য বারবার একটি গোষ্ঠী চক্রান্ত করছে। উপাচার্য এবং তার পরিবারের সদস্যদের ওপর দুর্নীতির অবিশ্বাস্য অভিযোগ তুলে উন্নয়নকাজ বন্ধ করার চেষ্টা চলছে। পরিবেশ রক্ষায় আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের দাবি মেনে উপাচার্য যখন সমাধানের পথে এগোচ্ছিলেন তখন চক্রান্তকারীরা নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন।

পরিসংখ্যান বিভাগর অধ্যাপক আলমগীর কবীরের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন।

এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে ধর্মঘট পালন করছেন দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। দুটি প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তারা। তবে কয়েকটি বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫