বিদেশী মিশনের সামরিক উপদেষ্টাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রকাশ: অক্টোবর ০৩, ২০১৯

রোহিঙ্গা শিবির পরিদর্শনে দুদিনের সফরে গতকাল কক্সবাজার গেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত তুরস্কসহ প্রায় ২০টি দেশের সামরিক উপদেষ্টারা। সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় তারা রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

সফরকালে সামরিক উপদেষ্টারা কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশী দাতা সংস্থাদের কার্যক্রম এবং ক্যাম্প ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বাংলাদেশী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়ে তাদের চিন্তাভাবনা প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা প্রদানের উদ্দেশে, এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫