কুড়িগ্রামে বেহাল সড়কে প্রতীকী মাছ চাষ করে প্রতিবাদ

প্রকাশ: অক্টোবর ০৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম

 কুড়িগ্রামের নাগেশ্বরীর কেদার ইউনিয়নের কচাকাটা বাজারের সড়কটি বেহাল হয়ে আছে বহুদিন ধরে সামান্য বৃষ্টিপাতে বড় বড় গর্তে পানি জমায় সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের অবস্থার প্রতিবাদে সড়কটিতে প্রতীকী মাছ চাষ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী গতকাল সকালে তারা সড়কের গর্তের পানিতে মাছ ছেড়ে কাদায় ধানের চারা লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়

স্থানীয়রা জানান, কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজারগামী সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারের শতাধিক ব্যবসায়ীকে একই পথে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কচাকাটা বালিকা উচ্চবিদ্যালয়, কচাকাটা উচ্চবিদ্যালয় কচাকাটা কিন্ডারগার্টেনের অন্তত দেড় হাজার শিক্ষার্থীকে

কচাকাটা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলেন, পথেই তাদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয় কিন্তু বছরের পর বছর খানাখন্দ কাদা-পানিতে পূর্ণ সড়কটি সংস্কারে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না

বাজারের ব্যবসায়ী আবু সিদ্দিক, আব্দুর রশিদ, মিজানুর রহমান, রাহিমুল, আলী হোসেন, মজনুর রহমান বলেন, রাস্তার পরিস্থিতিতে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে ভারী যানবাহন না চলায় পণ্য পরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ

বিষয়ে কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, রাস্তাটির কিছু অংশ ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পাকা করা হয়েছে আরো কিছু অংশ পাকাকরণের চেষ্টা চলছে

নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর বলেন, সড়কটি সরকারের কোনো বিভাগের তালিকায় নেই ফলে নিয়মিত বরাদ্দ দেয়া সম্ভব হয় না স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় এডিপির বরাদ্দে কিছু অংশের পাকাকরণ করা হয়েছে এডিপি এলজিএসপির বরাদ্দে বাকি অংশও পাকাকরণের জন্য চেয়ারম্যানকে বলা হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫