বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ : ট্রলারসহ আটক ১৫ ভারতীয় জেলের বিরুদ্ধে মামলা

প্রকাশ: অক্টোবর ০৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট

 বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ট্রলার মাছসহ আটক ১৫ ভারতীয় জেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে গত মঙ্গলবার রাতে নৌবাহিনীর পেটি অফিসার মো. আবুল মঞ্জুর বাদী হয়ে ১৮৯৩ সালের সামুদ্রিক মত্স্য অধ্যাদেশের ২২ ধারায় মোংলা থানায় মামলাটি করেন

এর আগে সোমবার বেলা ৩টায় মোংলা বন্দরের ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস নিশান ওই জেলেদের ট্রলার মাছসহ আটক করে

গ্রেফতারকৃত জেলেরা হলেন ভোলানাথ দাস (৬০), মিন্টু দাস (২৫), বাবুল সরকার (৪২), উত্তম দাস (২৬), কিরণ দাস (৬৫), রাজেশ দাস (৩৩), কার্তিক দাস (৪৫), আনন্দ দাস (৫০), নেপাল দাস (২৬), বাসুদেব দাস (৩০), সূর্য দাস (২৬), উত্তম দাস (৩৫), সোনারাম দাস (৫১), বিমল দাস (৪৮) পিল্টন দাস (২৩) তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁকদ্বীপ উপজেলার বিভিন্ন গ্রামে গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

বাগেরহাট আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার সরকার বলেন, সোমবার বেলা ৩টায় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় নৌবাহিনীর টহলরত জাহাজ বিএনএস নিশানের সদস্যরা বাংলাদেশ জলসীমায় একটি ফিশিং ট্রলার দেখতে পান পরে তারা সেখানে গিয়ে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে এফবি মা লক্ষ্মী নামে একটি ফিশিং ট্রলারসহ ১৫ জন ভারতীয় জেলেকে আটক করে ওই দিনই বঙ্গোপসাগর থেকে আটক হওয়া জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয় ঘটনায় নৌবাহিনী আটককৃত জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মত্স্য অধ্যাদেশের ২২ ধারায় মোংলা থানায় একটি মামলা করেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫