বাংলাদেশের বিপক্ষে পান্ডিয়া নেই

প্রকাশ: অক্টোবর ০৩, ২০১৯

একের পর এক ইনজুরির ছোবল লেগেই আছে ভারতীয় শিবিরে সময়ের বিপজ্জনক ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহর পর ইনজুরির কবলে পড়েছেন সীমিত ওভারের ক্রিকেটে স্পেশালিস্ট বিবেচিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে বুমরাহর খেলা নিয়ে আছে ঘোর সংশয় পান্ডিয়ার ইনজুরি আরো মারাত্মক আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ তো বটেই, এমনকি পাঁচ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে পান্ডিয়াকে পিঠের ব্যথায় ভুগছেন হার্ডহিটিং ব্যাটসম্যান

ভারত ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে সেদেশের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ইনজুরি সারাতে খুব শিগগিরই ইংল্যান্ডে যাবেন পান্ডিয়া গত সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপে খেলার সময় চোট পান পান্ডিয়া তার পুরো সেরে উঠতে কতদিন লাগবে, সেটা ইংল্যান্ড থেকে ফেরার পরই বলা যাবে তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার অংশ নেয়াটা সম্ভব নয় যদি তার পিঠে সার্জারির প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে আসন্ন ভারত সফরে দুটি টেস্ট ছাড়াও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ নভেম্বর টি২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা পিটিআই/টাইমস অব ইন্ডিয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫