পেঁয়াজ আমদানিতে ৯% সুদে ঋণ দেয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশ: অক্টোবর ০৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজ আমদানিতে সর্বোচ্চ শতাংশ সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং   প্রবিধি নীতি বিভাগ থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে নির্দেশ দেয়া হয়।

দেশে কার্যরত সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে। এর আগে ২০১৫ সালে পেঁয়াজ আমদানি অর্থায়নে ১১ শতাংশ সুদ নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক কালে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। ফলে বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং মূল্যের ঊর্ধ্বগতি রোধে পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদহার সর্বোচ্চ শতাংশ নির্ধারণ করা হলো। এছাড়া পণ্যটির এলসি মার্জিনের হার ন্যূনতম রাখার পরামর্শ দেয়া হয়েছে। নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সম্প্রতি পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এতে দেশের বাজারে গত কয়েক দিনে পেঁয়াজের দাম প্রতি কেজি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। খোলাবাজারে সুলভ মূল্যে বিক্রির মতো পেঁয়াজও নেই টিসিবির কাছে। এরই পরিপ্রেক্ষিতে পেঁয়াজ আমদানির অর্থায়নে সর্বোচ্চ সুদহার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫