মার্কিন কোম্পানির বিরুদ্ধে অ্যাপলের চিপ নির্মাতার পাল্টা মামলা

প্রকাশ: অক্টোবর ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান গ্লোবাল ফাউন্ড্রির বিরুদ্ধে পাল্টা মামলা করেছে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, জার্মানি সিঙ্গাপুরে ২৫টি পেটেন্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে টিএসএমসি। খবর রয়টার্স।

গত সোমবার দায়েরকৃত মামলায় গ্লোবাল ফাউন্ড্রি পেটেন্ট লঙ্ঘন করে যেসব চিপ তৈরি করছে, সেগুলোর উৎপাদন বিক্রি বন্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানায় টিএসএমসি।

বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। তাইওয়ানের প্রতিষ্ঠানটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান চিপ সরবরাহকারী। মামলায় তারা গ্লোবাল ফাউন্ড্রির কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করেছে।

মাসখানেক আগে ১৬টি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে টিএসএমসির বিরুদ্ধে মামলা করেছিল গ্লোবাল ফাউন্ড্রি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫