গুগল-লিভাইসের স্মার্ট জ্যাকেট

প্রকাশ: অক্টোবর ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

গুগলের জ্যাকার্ড প্রকল্পের সঙ্গে যৌথভাবে স্মার্ট জ্যাকেট এনেছে আন্তর্জাতিক ডেনিম ব্র্যান্ড লিভাইসের। জ্যাকেটের আস্তিনে থাকা একটি ছোট্ট চিপ টাচপ্যাডের কাজ করে। এটির মাধ্যমে শুধু হাতের ইশারায় পকেটে থাকা ফোনের কল রিসিভ মিউজিক কন্ট্রোল করা যাবে। স্মার্ট জ্যাকেটের দুটি সংস্করণ আনা হয়েছে। ট্র্যাকার জ্যাকেটের দাম পড়বে ১৯৮ ডলার আর শেরপা সংস্করণের দাম রাখা হয়েছে ২৪৮ ডলার। আগামী বর্ষায় জ্যাকেটটি বাজারে পাওয়া যাবে। প্রসঙ্গত, লিভাইসের সঙ্গে গুগল প্রথম স্মার্ট জ্যাকেট আনে ২০১৭ সালে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫