কুষ্টিয়ায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশ: অক্টোবর ০২, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কুষ্টিয়া

 কুষ্টিয়ায় মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে গতকাল কুষ্টিয়ার জেলা দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী রায় ঘোষণা করেন

দণ্ডপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সাদিকুল ইসলাম সাদিক মো. হাবিবুর রহমান হবি রায় ঘোষণাকালে সাদিকুল ইসলাম সাদিক আদালতে উপস্থিত থাকলেও মো. হাবিবুর রহমান জামিনে মুক্ত হয়ে পলাতক

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিল নিয়ে আসার পথে কুষ্টিয়া শহরে দণ্ডপ্রাপ্তদের আটক করে র‌্যা ঘটনায় র‌্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দীর্ঘ শুনানি সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায় গতকাল রায় ঘোষণা করেন আদালত


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫