উত্তর প্রদেশ ও বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩

প্রকাশ: অক্টোবর ০২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের উত্তর প্রদেশ বিহার রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১১৩-তে পৌঁছেছে রাজ্য দুটির সরকারি কর্মকর্তারা তথ্য নিশ্চিত করেছেন এরই মধ্যে বন্যার ফলে একটি গুরুত্বপূর্ণ শহর জলাবদ্ধ হয়ে পড়ায় হাসপাতালের ওয়ার্ডগুলো ডুবে গেছে খবর রয়টার্স

সাধারণত ভারতে জুনে বর্ষা মৌসুম শুরু হয় সেপ্টেম্বরের প্রথম দিকে শেষ হয় কিন্তু চলতি বছর দেশটির বেশকিছু অংশে সেপ্টেম্বরেও ভারি বর্ষণ অব্যাহত থাকতে দেখা গেছে যার ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে

শুক্রবার থেকে সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশেই অন্তত ৯৩ জনের প্রাণহানি হয়েছে বলে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন প্রবল বর্ষণে শহরটির পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পানি বাড়ার কারণে এরই মধ্যে কর্তৃপক্ষ বাল্লিয়া জেলার একটি কারাগার থেকে ৯০০ জন কয়েদিকে অন্যত্র সরিয়ে নিয়েছে বলে পুলিশ কর্মকর্তা সন্তোষ ভার্মা জানিয়েছেন

অন্যদিকে কৃষিনির্ভর দরিদ্র অঞ্চল বিহার চলতি বছরের শুরুতেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় দফার বন্যায় রাজ্যটিতে অন্তত ২০ জন প্রাণহানির কথা জানা গেছে বলে রাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের রাজধানী পাটনা ২০ লাখ জনসংখ্যার শহরটিতে বহু রাস্তা বন্যার পানিতে ডুবে গেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫