ধর্ষণের অভিযোগে নেপালের স্পিকারের পদত্যাগ

প্রকাশ: অক্টোবর ০২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 নেপালের সংসদের প্রতিনিধি সভার স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারা ধর্ষণের অভিযোগে পদত্যাগ করেছেন সংসদের এক নারী কর্মকর্তা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে গতকাল তিনি পদত্যাগ করেন খবর বিবিসি

দেশটির স্থানীয় সংবাদপত্র মাই রিপাবলিকাতে সংসদের ডেপুটি স্পিকারের কাছে পাঠানো মাহারার চিঠি প্রকাশ করা হয়েছে ওই চিঠিতে তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায় নৈতিক জায়গা থেকে আমি পদত্যাগ করলাম আমার পদত্যাগ আমার চরিত্র নিয়ে উত্থাপিত ঘোরতর অভিযোগ তদন্তের কাজ নিরপেক্ষ সুষ্ঠু করতে সহায়তা করবে

দেশটির রাজধানী কাঠমান্ডুতে ওই নারী কর্মকর্তার বাসায় মদ্যপানের সময় রোববার মাহারা তাকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন তিনি এদিকে ওই কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ স্পিকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কাঠমান্ডু পুলিশপ্রধান উত্তম সুবেদি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫