সড়ক দুর্ঘটনায় আহত চবির সাবেক অধ্যাপকের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ০১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি চবি

 সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক . মোহাম্মদ শাহ মারা গেছেন আটদিন মৃত্যুর সঙ্গে লড়ে গত রোববার রাত ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাটহাজারী প্রধান সড়কে সিএনজি-বাসের বিপরীতমুখী সংঘর্ষে গুরুতর আহত হন তিনি একই দুর্ঘটনায় সিএনজির ড্রাইভারসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন পরবর্তী সময়ে অধ্যাপক . মোহাম্মদ শাহকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সংলগ্ন মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা

অধ্যাপক . মোহাম্মদ শাহ ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের হাকিম মৌলভি মজিবুল হকের ছেলে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অধ্যাপক মোহাম্মদ শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন পরে তার গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজার পর সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন অধ্যাপক . মোহাম্মদ শাহ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫