প্লে-অফে সাকিবের বার্বাডোজ

প্রকাশ: অক্টোবর ০১, ২০১৯

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার নিজের প্রথম ম্যাচে ব্যাট বল হাতে দুর্দান্ত পারফর্ম করেও বার্বাডোজ ট্রাইডেন্টসকে জেতাতে পারেননি সাকিব আল হাসান বাংলাদেশ দলনায়ক দ্বিতীয় ম্যাচে পেলেন জয়ের স্বাদ গতকাল বাংলাদেশ সময় ভোরে তার দল ২৪ রানে হারায় সেন্ট লুসিয়া জুকসকে জয়ে টুর্নামেন্টের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করল সাকিবদের দল

প্রথম ম্যাচের মতো গতকালও ব্যাট-বলে আলো ছড়ান সাকিব ব্যাটিংয়ে নেমে ২১ বলে করেন ২২ রান এরপর বল হাতে ওভারে ২০ রানের খরচায় নেন উইকেট দলসেরা না হলেও তার বোলিংটা বেশ কার্যকর প্রমাণিত হয় ১৪২ রানের টার্গেটে নেমে সেন্ট লুসিয়া গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে হেইডেন ওয়ালশ ২৬ রানে ৪টি হ্যারি গার্নে ১৭ রানে ৩টি উইকেট নেন ম্যাচসেরা ওয়ালশ

রাউন্ড রবিন লিগ পর্বে বৃহস্পতিবার ভোরে মাঠে নামবে সাকিবের বার্বাডোজ এদিন তাদের প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স আজ ভোরে ত্রিনবাগো খেলবে গায়ানার বিপক্ষে বার্বাডোজের আগে প্লে-অফের টিকিট কাটে গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ত্রিনবাগো গায়ানা ত্রিনবাগোর এখনো তিনটি করে ম্যাচ বাকি রয়েছে ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫