ক্লোপকে হারানোর ভয়

প্রকাশ: অক্টোবর ০১, ২০১৯

অ্যানফিল্ডের উচ্ছ্বাস উদ্দীপনা অনেক বছর ধরে মেঘের আড়ালে হারিয়ে গিয়েছিল পুরনো ট্রফিতেও পড়ে গিয়েছিল ধুলো নিজেদের দুঃসময় আর ভুলতে পারছিল না অল রেডরা মৌসুম আসে মৌসুম যায়, লিভারপুলের ট্রফির সংখ্যায়ও আসছিল না উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লিগ জেতার ইতিহাসের পাতায়ও ধুলো জমেছিল অনেক বছর ধরে ২০০৫-০৬ সালে ঘরে এসেছিল এফএ কাপ এরপর গত মৌসুম পর্যন্ত ২০১১-১২ সালের লিগ শিরোপাই ছিল লিভারপুলের ক্যাবিনেটে সর্বশেষ সংযুক্তি ইতিহাস বদলাতে লিভারপুল ২০১৫ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে নিয়ে আসে ইয়ুর্গেন ক্লোপকে জার্মান জাদুকরের আগমনে বদলে গেছে ইংলিশ ফুটবলের সাম্প্রতিক হিসাবনিকাশও একের পর এক সাফল্য এখন হাতছানি দিয়ে ডাকছে লিভারপুলকে কিন্তু সাফল্যের মধ্যগগনে থাকা অবস্থায়, সেই ক্লোপকে হারানোর ভয়ে এখন ভীত লিভারপুল তবে নিজেদের সোনালি দিন ফিরিয়ে আনার রূপকারকে কোনো অবস্থাতেই হারাতে চাইছে না ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা

বছরে কোটি পাউন্ড বেতন পাওয়া ক্লোপকে ঘিরে তৈরি হওয়া শঙ্কার যে মেঘ, তার মূল কেন্দ্রে রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ধারণা করা হচ্ছে, ইয়াখিম লুভ দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হবেন ক্লোপ এদিকে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারেও এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেননি তিনি দুই দুইয়ে চার মিলিয়ে অনেকেই তাই ক্লোপকে জার্মানির ভবিষ্যৎ কোচ হিসেবে কল্পনা করছেন সে রকম কিছু হলে তা লিভারপুলের জন্য বড় ধরনের ধাক্কাই হবে অবশ্য ক্লোপের সঙ্গে লিভারপুলের এখন পর্যন্ত তিন বছরের চুক্তি বাকি আছে  চলমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে এরপর চুক্তি না বাড়িয়ে ক্লোপ চলে যেতে পারেন জার্মানির দায়িত্ব নিতে তবে মিরর-এর বরাত দিয়ে মেইল অনলাইন জানাচ্ছে, লিভারপুলের দায়িত্ব পালন করে ক্লোপ খুশি তবে তিনি নিজেও প্রত্যাশা করেন কোনো একদিন জাতীয় দলের দায়িত্ব নেবেন অন্যদিকে জার্মানিও চাইছে লুভের বিকল্প তৈরি রাখতে সেক্ষেত্রে ক্লোপের জাতীয় দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা একেবারে উড়িয়েও দেয়া যায় না তবে লুভের ওপর সন্তুষ্ট থাকার কথা জানিয়েছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট ফ্রিটজ কেলের অবশ্য কেলের যতই বলুক এরই মধ্যে লুভের শেষ দেখতে শুরু করেছেন অনেকেই তাই লিভারপুল কর্তৃপক্ষও চাইছে, খারাপ কিছু হওয়ার আগে দ্রুত ক্লোপের চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে

মেইল অনলাইন, মিরর, গোল ডটকম


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫