ভারত : সেপ্টেম্বরে ৭ হাজার ৭১৪ কোটি রুপি বৈদেশিক বিনিয়োগ

প্রকাশ: জানুয়ারি ০১, ১৯৭০

পূর্ববর্তী দুই মাসে বিনিয়োগ প্রত্যাহার লক্ষণীয়ভাবে বেশি থাকলেও গত সেপ্টেম্বরে ভারতের মূলধন বাজারে ৭ হাজার ৭১৪ কোটি রুপি বিনিয়োগ করেছেন বৈদেশিক বিনিয়োগকারীরা। ভারত সরকারের গৃহীত বেশকিছু সংস্কার পদক্ষেপ এক্ষেত্রে ভূমিকা রেখেছে।

গত সপ্তাহে করপোরেট কর ১০ শতাংশীয় পয়েন্ট কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্র সরকার এবং ফরেইন পোর্টফলিও ইনভেস্টরদের (এফপিআই) কাছে সিকিউরিটি বিক্রিতে যে আয় হয়, সেখানে কর সারচার্জ ফি না বাড়ানোর ঘোষণা দেয়। সর্বশেষ ডিপোজিটরি উপাত্ত অনুসারে গত ৩-২৭ সেপ্টেম্বরের মধ্যে এফপিআই থেকে শেয়ারবাজারে বিনিয়োগ এসেছে ৭ হাজার ৮৪৯ দশমিক ৮৯ কোটি রুপি এবং ঋণ খাত থেকে প্রত্যাহার করে নিয়েছে নিট ১৩৫ কোটি ৫৯ লাখ রুপি। এতে সমন্বিত নিট অন্তঃপ্রবাহ (ইনফ্লো) হয়েছে ৭ হাজার ৭১৪ কোটি রুপি।

এর আগে অভ্যন্তরীণ মূলধন বাজার থেকে গত আগস্টে ৫ হাজার ৯২০ কোটি রুপি এবং জুলাইয়ে ২ হাজার ৯৮৬ কোটি রুপি প্রত্যাহার করে নিয়েছিলেন বিনিয়োগকারীরা।

            সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫