২০১৮ সালে যুক্তরাষ্ট্রে আয়বৈষম্য বেড়েছে

প্রকাশ: অক্টোবর ০১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

গত বছর যুক্তরাষ্ট্রেলক্ষণীয়ভাবে আয়বৈষম্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

পরিসংখ্যান ব্যুরোর জরিপে বলা হয়, অসমতা পরিমাপের গুরুত্বপূর্ণ পরিমাপক জিনি সূচক ২০১৭ সালে শূন্য দশমিক ৪৮২ পয়েন্ট থেকে বেড়ে ২০১৮ সালে শূন্য দশমিক ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ পরিমাপে শীর্ষ আয়কারী এবং সর্বনিম্ন আয়কারীর তুলনামূলক বিচার করা হয়। যখন স্কোর শূন্য হয়, তখন সম্পূর্ণ সমতা অর্জিত হয়েছে বলে বিবেচনা করা হয়।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশেষ কর অব্যাহতি দিয়েছিলেন, তার প্রভাব যুক্ত হয়েছে ২০১৮ সালের উপাত্তে। ওই কর রেয়াত সুবিধাটি ধনীদের বেশি সুবিধা দিয়েছে বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ। অবশ্য দেশটিতে আয় ও সম্পদের বণ্টন কয়েক দশক ধরেই খারাপ পরিস্থিতির দিকে যাওয়ায় উন্নত বিশ্বে যুক্তরাষ্ট্র সবচেয়ে অসমতার দেশ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি মন্দা এবং সেখান থেকে ফিরে এলেও অসমতা কাটেনি। যদিও রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি উভয় দলের সরকারই অসমতাকে মার্কিন রাজনীতির কেন্দ্রে রেখেছে।  সূত্র: ফিনটোয়েন্টিফোর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫