আইন সংস্কার নিয়ে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

প্রকাশ: অক্টোবর ০১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 প্রাক-বৈবাহিক যৌনতা নিষিদ্ধ এবং দুর্নীতিবিরোধী সংস্থাকে দুর্বল করে তোলাসহ বিভাজনমূলক আইন সংস্কারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দানা বেঁধে উঠেছে ইন্দোনেশিয়ায় গতকাল দেশটিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে খবর রয়টার্স

আর কয়েক সপ্তাহ পরেই বিশ্বের তৃতীয় বৃহৎ গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরু করবেন প্রেসিডেন্ট জোকো উইডোডো তার আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি এরই মধ্যে অন্তত দুজন ছাত্র নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর জানা গেছে

গতকাল রাজধানী জাকার্তায় পার্লামেন্টের পাশে বিক্ষোভ সমাবেশ করে কয়েক হাজার ছাত্র কারখানা শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে প্রায় ২৬ হাজার পুলিশ সেনা মোতায়েন করে সরকার মূলত বেশ কয়েকটি আইন সংস্কারের জন্য একটি প্রস্তাবিত বিলের প্রতিবাদে বিক্ষোভ দানা বেঁধে উঠেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫