বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিউজিল্যান্ড সফর

বড় জয়ে শুরু যুবাদের

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০১৯

 নিউজিল্যান্ড সফরে বড় জয়েই শুরুর করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে স্বাগতিক কিউই অনূর্ধ্ব-১৯ দলকে আকবর আলীর দল হারিয়েছে উইকেটের ব্যবধানে। একতরফা ম্যাচে ৬৮ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। সফরে আরো চারটি ওয়ানডে ম্যাচ খেলবেন আকবররা। ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রিস মারুই। তবে কিউই অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেননি দলটির ব্যাটসম্যানরা। শরিফুল ইসলাম মৃত্যুঞ্জয় চৌধুরীর সাঁড়াশি বোলিংয়ের সামনে মাত্র ১৭৬ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন শরীফ মৃত্যুঞ্জয়।

জয়ের জন্য সহজ টার্গেটের সামনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের যুবারা। মাত্র ৪১ রান তুলতেই বিদায় নেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন () তানজিদ হাসান (২৮) এখান থেকে ঘুরে দাঁড়ানোর আগেই সাজঘরমুখো হন মাহমুদুল হাসান (২৮) তৌহিদ হূদয় (২৬) বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ৯৯/৪। এখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক আকবর আলী শাহাদাত হোসেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৮১ রান যোগ করে জয় নিয়েই মাঠ ছাড়েন দুজন। ৬৫ রানে অপরাজিত থাকেন আকবর।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৮ ওভারে ১৭৬/১০ (পোমার ৪০, হোয়াইট ৩০; শরীফ /৪২, মৃত্যুঞ্জয় /২১, শামীম /৪২) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (তানজিদ ২৮, মাহমুদুল ২৮, হূদয় ২৬, শাহাদাত ২৪*, আকবর ৬৫*; তাসকফ /৩৭) ম্যাচের ফল: বাংলাদশ উইকেটে জয়ী। সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ - ব্যবধানে এগিয়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫