প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে হাইকমিশনার

বাংলাদেশে গ্যাস রফতানি করতে চায় ব্রুনাই

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০১৯

 বাংলাদেশে গ্যাসের চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশে গ্যাস রফতানি করতে চায় ব্রুনাই। গতকাল বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস ওসমান। সময় তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার বলেন, ব্রুনাই বাংলাদেশে গ্যাস রফতানি করতে চায়। সময় তিনি ব্রুনাইয়ে বাংলাদেশী শ্রমিকদের ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ক্রমবর্ধমান উন্নয়নের জন্য বাংলাদেশে গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে। স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ১২টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। ব্রুনাইয়ের সঙ্গেও সমঝোতা স্বাক্ষর রয়েছে। বিষয়গুলো পর্যালোচনা নিরীক্ষা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫