ব্যাংক এশিয়ার সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেল দুই শিশু

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০১৯

ব্যাংক এশিয়ার চিকিত্সা সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে জন্মান্ধ শিশু সিন্হা নাজমুল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংক এশিয়া ২০০৫ সাল থেকে দেশের সুবিধা বঞ্চিত পরিবারের জন্মান্ধ শিশুদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছে। -সংক্রান্ত প্রকল্পের চিকিত্সা সহযোগী হিসেবে কাজ করছে বাংলাদেশ আই হাসপাতাল। সম্প্রতি বাংলাদেশ আই হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ সার্জন কাজী সাব্বির আনোয়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওই দুই শিশুর সফল অস্ত্রোপচারের পর তাদের দেখতে যান ব্যাংকের প্রেসিডেন্ট ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন। সময় ব্যাংকের লালমাটিয়া শাখাপ্রধান কৃষ্ণা সাহা, ব্যাংকের এভিপি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন এবং শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫