শেয়ারবাজার থেকে চীনা কোম্পানিকে এখনই বাদ দিচ্ছে না যুক্তরাষ্ট্র

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০১৯

যুক্তরাষ্ট্রের একজন ট্রেজারি কর্মকর্তা জানিয়েছেন, তারা এখনই মার্কিন শেয়ারবাজার থেকে চীনা কোম্পানিগুলোকে বাদ দেয়ার পরিকল্পনা করছেন না।

ইউএস ট্রেজারির মুখপাত্র মনিকা কারলি বলেন, এখনই প্রশাসন মার্কিন শেয়ারবাজার থেকে চীনা কোম্পানিগুলোকে বাদ দেয়ার চিন্তা করছে না।

গত শুক্রবার গণমাধ্যমে আসে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে চীনা কোম্পানিগুলোকে বাদ (ডিলিস্ট) দেয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। চীনে মার্কিন বিনিয়োগ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া চীনের শেয়ারবাজারে মার্কিন পেনশন ফান্ডের অংশগ্রহণ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সংবাদ প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন দেখা দেয়। বিশ্লেষকরা বলছেন এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে বিবাদ আরো বাড়বে। বিষয়ে জানতে ব্লুমবার্গের পাঠানো -মেইলের জবাবে কথা জানিয়েছেন মনিকা কারলি।

            সূত্র: ব্লুমবার্গ

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫