উপাচার্যকাণ্ড ও উত্তম চর্চা

প্রকাশ: জানুয়ারি ০১, ১৯৭০

মেহেদী হাসান

বেশ কয়েক দিন ধরে দেশের সংবাদমাধ্যমগুলোর অন্যতম আলোচনার বিষয় দেশের অনেকগুলো সরকারি বিশ্ববিদ্যালয়। আলোচনায় বিশেষভাবে স্থান করে নিয়েছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাদের কৃতকর্ম। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানিত যোগ্যতার আসন হচ্ছে উপাচার্যের আসন। বিদ্যাশিক্ষার সর্বোচ্চ স্থানে সবসময় শিক্ষার্থী শিক্ষকদের জ্ঞান অর্জনের পারস্পরিক মিথস্ক্রিয়া বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় একজন বিদ্যার্থীর জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শব্দটি অনেক বেশি ভাবগাম্ভীর্যপূর্ণ সম্মানের। জ্ঞান, আদর্শ, নৈতিকতা, প্রজ্ঞা, নিরপেক্ষতা, সততা চারিত্রিক মাধুর্যে ভরপুর একজন মানব অবয়বেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখতে চায় সমাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ফ্যাকাল্টি বলা হয়, প্লেটো ফ্যাকাল্টির তিন ধরনের যোগ্যতার কথা বলেছেন পরিশ্রুত জ্ঞান, মহত্ ইচ্ছা নিষ্ঠা। একজন শিক্ষকের মধ্যে গুণগুলোর সমন্বয় হওয়া খুবই জরুরি। প্লেটোর মতে, শিক্ষককে অবশ্যই তার বিষয়ে অগাধ জ্ঞান থাকতে হবে, তবে একজন সত্য দার্শনিক হিসেবে তিনি তার জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা রাখবেন। শিক্ষকরা অবশ্যই শিক্ষার্থীদের মঙ্গল ভবিষ্যতের জন্য গভীর যত্নবান হবেন। শিক্ষাদান একটি নৈতিক উদ্যোগ এবং এটি সত্য পুণ্যের সন্ধান করা শিক্ষকদের কর্তব্য এবং শিক্ষকদের উচিত, যাদের শিক্ষাদানের যোগ্যতা আছে, তাদের ভালো শিক্ষক হওয়ার জন্য পরামর্শ দেয়া। সেদিক দিয়ে বিচার করলে উপাচার্য তো ওই বিদ্যাপিঠের দেবতাতুল্য মানুষ। উপাচার্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান। রীতি অনুযায়ী, উপাচার্য এমন একজন বিশিষ্ট শিক্ষাবিদের হওয়া উচিত, যিনি নৈতিকতা আদর্শে উচ্চতর স্থানে অবস্থান করেন এবং যিনি একজন অভিজ্ঞ শিক্ষা প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী এর প্রধান হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী এবং একাডেমিক শাখার মধ্যে একটি সেতু হিসেবে কাজ করেন। উপাচার্য যেহেতু একটি পদ, তাই পদের কর্তব্য তা পালনের যোগ্যতা পরিষ্কারভাবে লিখিত থাকা জরুরি।

যেমনটা আমরা দেখি উপাচার্য নিয়োগ নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ভারতে কোঠারি কমিশনের মতামত হচ্ছে, সাধারণত উপাচার্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ বা বিশিষ্ট গবেষক হওয়া উচিত, যিনি জ্ঞানের কোনো শাখা বা পেশার ক্ষেত্রে উচ্চ অবস্থান এবং পর্যাপ্ত প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। উপাচার্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সত্যের অনুসরণে দায়বদ্ধ। একজন উপাচার্যের অবশ্যই একাডেমিক যোগ্যতা এবং প্রশাসনিক নেতৃত্ব দেয়ার ক্ষমতা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫