২১ বছরে গুগল...

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০১৯

১৯৯৮ সালের সেপ্টেম্বরে ল্যারি পেজ সের্গেই ব্রিনের হাত ধরে পথচলা শুরু করে গুগল। সে হিসেবে চলতি মাসে বৈশ্বিক সার্চ জায়ান্টটি ২০ পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে। গত দুই দশকে ইন্টারনেট বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গুগল। ২১ বছরে পদাপর্ণকে কেন্দ্র করে গুগল সম্পর্কে ২১টি চমকপ্রদ তথ্য নিয়ে আয়োজনের আজ শেষ পর্ব

২০০৯ সালে এক গুগল প্রকৌশলী একবার ইন্টারনেট ব্যবস্থা ধসিয়ে দিয়েছিলেন। তিনি দুর্ঘটনাবশত গুগলের ব্লকড ওয়েবসাইটের রেজিস্ট্রিতে ফরোয়ার্ড স্ল্যাশ বা / চিহ্নটি যোগ করে ফেলেছিলেন। যেহেতু প্রায় প্রতিটি ওয়েবসাইটেই / চিহ্নটি আছে, তাই ওইসময় অনলাইনে সব ধরনের ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়।

 

বিশ্বব্যাপী গুগল সার্চে প্রতিদিন লাখ লাখ বিষয় খোঁজা হয়। একেকজন একেক বিষয়ে অনুসন্ধান করে থাকেন। এর মধ্যে কিছু কমন বিষয় থাকে। তবে গুগল সার্চে ১৫ শতাংশ অনুসন্ধানই হচ্ছে একেবারে নতুন। অর্থাত্ যা আগে কখনো সার্চ করা হয়নি। কৌতূহল থেকে মানুষ অজানা নানা বিষয় গুগল সার্চে খোঁজ করে।

 

২০১৮ সালের এপ্রিলে গুগল প্রথম শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাত্ প্রযুক্তি জায়ান্টটির বৈশ্বিক কার্যক্রম নবায়নযোগ্য জ্বালানিতে চলছে। এর অর্থ হলো গুগল প্রতি এক কিলোওয়াট বিদ্যুত্ খরচ করার সঙ্গে সঙ্গে এক কিলোওয়াট নবায়নযোগ্য বিদ্যুত্ ক্রয় করছে।

 

গুগলের জন্মদিন নিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মোট ছয়টি জন্মদিন আছে। অবশ্য গুগলের পক্ষ থেকে শুধু ২৭ সেপ্টেম্বরকেই জন্মদিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের হাতে নানা রকম কূটকৌশল আছে। যেমন কেউ যদি এস্কিউ (বাঁকা) শব্দটি ইংরেজিতে সার্চ করেন, তাহলে দেখবেন পুরো পেজই একদিকে কাত হয়ে গেছে।

 

অ্যাপোলো ১১-তে চাঁদে মানুষ পাঠাতে যতটুকু কম্পিউটিং ক্ষমতা ব্যবহূত হয়েছিল, এখন মাত্র একটি গুগল সার্চে প্রায় সেই পরিমাণ কম্পিউটিং ক্ষমতা কাজে লাগানো হয়।

 

গুগল এখন শুধু একটি সার্চ ইঞ্জিনই নয়, ভবিষ্যতে এখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্ট্রিমিংভিত্তিক গেমিং ব্যবস্থা, এমনকি চালকবিহীন গাড়ি প্রযুক্তির নানা খুঁটিনাটি।

সূত্র: বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫