যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ আহত

প্রকাশ: আগস্ট ১৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে পুলিশের সঙ্গে এক বন্দুকধারীর ঘণ্টাব্যাপী গুলিতে ছয় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মাদকদ্রব্যের পরোয়ানা নিয়ে এক ব্যক্তিকে ধরতে গেলে পুলিশের সঙ্গে সন্দেহভাজন মাদকদ্রব্য কারবারির গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার রিচার্ড রস জুনিয়র। নিউজ এএফপি।

প্রাথমিক চিকিৎসা শেষে সব পুলিশ সদস্যকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে নিজের জীবনের ৩০ বছরের ক্যারিয়ারে এত দীর্ঘ কোনো ঘটনায় একসঙ্গে এতজন পুলিশ সদস্য আহত হওয়ার আর কোনো ঘটনা দেখেননি বলে জানিয়েছেন কমিশনার রিচার্ড রস জুনিয়র।

প্রসঙ্গত, দেশটির চলতি মাসের শুরুর দিকে ওহাইও রাজ্যের ডেটন শহরে এবং এল পাসোর দুটি ভয়াবহ এলোপাতাড়ি গোলাগুলিতে মোট ৩১ জন নিহত হন।

সন্দেহভাজন মাদকদ্রব্য কারবারির সঙ্গে একই বাড়িতে আটকা পড়া দুই পুলিশ সদস্যকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রস। এদিকে পুলিশের বারবার আহ্বানে শেষ পর্যন্ত সাড়া দিয়ে সন্দেহভাজন ব্যক্তি গুলি বন্ধ করে দুই হাত তুলে আত্মসমর্পণ করার বিষয়টি নিশ্চিত করেছেন এ পুলিশ কর্মকর্তা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫