৭৭৭এক্সের নতুন সংস্করণ আনার সময় পেছাল বোয়িং

প্রকাশ: আগস্ট ১৬, ২০১৯

৭৭৭এক্স ওয়াইডবডি উড়োজাহাজের একটি অতি-দীর্ঘ-পরিধির সংস্করণ বাজারে আনার সময় পিছিয়ে দিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং। ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ নিয়ে সংকট ও ৭৭৭এক্সের ইঞ্জিনের সমস্যার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

চলতি মাসে বোয়িংয়ের লাভজনক সিঙ্গেল-আইল ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ গ্রাউন্ডিংয়ের ঘটনা ছয় মাসে প্রবেশ করেছে। এছাড়া ওয়াইডবডির ৭৭৭এক্স উড়োজাহাজের ইঞ্জিন সংশ্লিষ্ট সমস্যার কারণে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা কোম্পানিটি ৭৭৭-৯ মডেলের প্রথম ফ্লাইটের সময়সূচি পিছিয়ে ২০২০ সালে নিয়ে গেছে।

এর ফলে অস্ট্রেলিয়ান আকাশসেবা সংস্থা কান্তাস এয়ারওয়েজ লিমিটেডের ২১ ঘণ্টা বিরতিহীন সিডনি-লন্ডন ফ্লাইট পরিচালনার পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে উড়োজাহাজ সরবরাহ করতে সমস্যায় পড়তে পারে বোয়িং।

সূত্র: রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫