আদালতে নেয়ার পথে হাতকড়াসহ আসামির পলায়ন

প্রকাশ: আগস্ট ১৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

দাকোপ থেকে খুলনার আদালতে নেয়ার পথে হাতকড়াসহ মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। গতকাল সকাল ১০টার দিকে চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামিরা নাম ইব্রাহিম খাঁ। তিনি চালনা পৌরসভার আচাভূয়া গ্রামের আফতাব খাঁর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, গত বুধবার সন্ধ্যায় দুই পিস ইয়াবাসহ আচাভূয়া বাজার থেকে ইব্রাহিমকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।  গতকাল সকালে তাকে বাসে খুলনায় আনার প্রস্তুতি চলছিল। এজন্য ভ্যানে তাকে প্রথমে চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকায় আনা হয়। সেখানে বাসে ওঠানোর সময় ইব্রাহিম পালিয়ে যায়। এ সময় তার হাতে হাতকড়া লাগানো ছিল।

ওসি আরো জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি ইব্রাহিমকে গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে। এছাড়া এ ঘটনা কোনো পুলিশ সদস্যের গাফিলতি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫