২৩৩ আরোহী নিয়ে ভুট্টার ক্ষেতে অবতরণ করল উড়োজাহাজ

প্রকাশ: আগস্ট ১৫, ২০১৯

বণিক বার্তা অনলাইন

রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে ২৩৩ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ ভুট্টার ক্ষেতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার মস্কোর ঝুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি পাখির ঝাঁকে বাধাপ্রাপ্ত হয়ে উড়োজাহাজটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এরপরই পাইলট দ্রুত উড়োজাহাজটি দক্ষতার সঙ্গে ভুট্টার ক্ষেতে অবতরণ করান। খবর রয়টার্স।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাখির ঝাঁকে বাধাপ্রাপ্ত হয়ে ইউরাল এয়ারলাইন্সের এয়ারবাস-৩২১ মডেলের উড়োজাহাজটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। পাইলট দ্রুত উড়োজাহাজটিকে ভুট্টার ক্ষেতে অবতরণ করান। এ ঘটনায় ২৩ জন আরোহী আহত হয়েছেন। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, এ ঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছেন।

রাশিয়ার ট্যাবলয়েড পত্রিকা কমসোমলস্কায়া প্রবদায় উড়োজাহাজটির পাইলট দামির ইউসুভকে একজন ‘নায়ক’ হিসেবে অভিহিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নষ্ট ইঞ্জিন ও ল্যান্ডিং গিয়ার ছাড়াই উড়োজাহাজটির পাইলট ২৩৩ জন আরোহী নিয়ে নিরাপদে ভুট্টার জমিতে অবতরণ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫