ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

প্রকাশ: আগস্ট ১৫, ২০১৯

বণিক বার্তা অনলাইন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী মারা গেছেন। নিহতের নাম মৌসুমি আক্তার (২৫)। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহতের স্বামীর নাম মো. মামুন। তাদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। বর্তমানে রাজধানীর আগারগাঁও তালতলার মোল্লাপাড়া এলাকায় থাকেন।

মামুন জানান, তার স্ত্রী কিছু দিন যাবৎ ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। বুধবার মহাখালী টিবি হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেকের জরুরি বিভাগের আইসিইউতে নেওয়ার পর সকাল সোয়া ১১টায় তিনি মারা গেছেন বলে জানান নিহতের স্বামী মামুন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫