লক্ষীপুরে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

প্রকাশ: আগস্ট ১৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

লক্ষীপুরের কমলনগরে ডেঙ্গু রোগে আক্রান্ত এক শিশু মারা গেছে। সোমবার দিবাগত রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চার বছর বয়সী শিশুটির নাম পরশ। নিহত পরশ কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া দাসপাড়া এলাকার মো. কামরুজ্জামানের ছেলে।

নিহত পরশের মামা জসিম মাহমুদ জানান, শনিবার (১০ আগস্ট) পরশের হঠাৎ জ্বর দেখা দেয়। দুই দিনেও জ্বর ভালো না হওয়ায় সোমবার বিকেলে ফেয়ার ডায়াগনস্টিক নামে লক্ষীপুরের একটি প্যাথোলজিতে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসক। পরে নোয়াখালী নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

লক্ষীপুর ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ডা. মোরশেদ আলম হিরু ওই শিশুটির ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫