নেত্রকোনায় ৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশ: আগস্ট ১১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নেত্রকোনা

নেত্রকোনায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ১১ দিনে জেলায় ৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩ জন নেত্রকোনা ও মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সব রোগীই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরো নয়জন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চারজন মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা রয়েছে। এখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ওষুধ, স্যালাইনসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তবে ঈদে ঢাকা থেকে বাড়ি ফেরা মানুষের মধ্যে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫