বিদায় শান্তির দূত

প্রকাশ: আগস্ট ১০, ২০১৯

ঝকঝকে ক্যারিয়ার। দেড় দশকের ঝলমলে আন্তর্জাতিক ক্যারিয়ার শুভ্রতায় মোড়ানো। ব্যাট হাতে নিপুণ শিল্পী। গড়েছেন রেকর্ডের পর রেকর্ডের সৌধ। কিন্তু প্রকাশে শান্ত সুন্দর। এই অস্থির সময়ে সবচেয়ে বড় অভাবটাই শান্তি ও ভালোবাসার। আর এই জায়গাটিতে একজন হাশিম আমলা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে মাঠ ও মাঠের বাইরে ছড়িয়ে গেছেন শান্তির বার্তা। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দেড় দশকের সম্পর্ক ছেদ করলেন এই প্রোটিয়া কিংবদন্তি। বিদায়বেলায়ও জানিয়ে গেলেন শান্তি ও ভালোবাসার কথাই।

সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানিয়ে দিলেন আমলা। বিদায়বেলায় এক বিবৃতিতে তিনি জানান, ‘এত বড় যাত্রায় আমাকে সুযোগ করে দেয়ার জন্য সবার আগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই মহান সৃষ্টিকর্তাকে। এ যাত্রা আমাকে অনেক আনন্দ ও গৌরব দিয়েছে। আমি অনেক বন্ধু পেয়েছি, ভালোবাসা পেয়েছি।’ বিদায়বেলায় আমলা ধন্যবাদ জানিয়েছেন নিজের পরিবার, স্বজন, বন্ধুবান্ধব, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ও স্টাফসহ সবাইকে। তার শেষ দুটি কথা ছিল, ‘ভালোবাসা ও শান্তি।’

২০০৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষিক্ত হন আমলা। ২০০৮ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর থেকে এই ফরম্যাটেও পরিণত হন দলের অবিচ্ছেদ্য অংশে। পরের বছর অভিষিক্ত হন টি২০ ক্রিকেটে। ১২৪ টেস্টে ৪৬.৬৪ গড়ে করেন ৯২৮২ রান। তাতে সেঞ্চুরি ২৮টি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে তার চেয়ে বেশি টেস্ট রান আছে কেবল জ্যাক ক্যালিসের। ওয়ানডেতেও তার সাফল্য ঈর্ষণীয়। ১৮১ ওয়ানডে ম্যাচে ৪৯.৪৬ গড়ে করেছেন ৮১১৩ রান। সেঞ্চুরির সংখ্যা ২৭।  ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০ ও ৭০০০ রান করার কৃতিত্ব দেখান তিনি। ক্রিকবাজ, ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫