জুলাইয়ে বেড়েছে চীনের রফতানি

প্রকাশ: আগস্ট ১০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক   

যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোয় ব্যাপক অর্থনৈতিক চাপ সত্ত্বেও চীনের বাণিজ্য পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ভালো আছে। গতকাল বাণিজ্য পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি। খবর সিএনবিসি।

এক বছর আগের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ডলারভিত্তিক রফতানি ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে বলে এশিয়ার অর্থনৈতিক জায়ান্টটি জানিয়েছে। এছাড়া একই সময় দেশটির আমদানি কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। দেশটির শুল্কবিভাগের পরিসংখ্যান বলছে, গত মাসে চীনের সামগ্রিক বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৬ কোটি ডলার।

গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৭ কোটি ডলার, যা পূর্ববর্তী মাসের ২ হাজার ৯৯২ কোটি ডলারের চেয়ে কম। চলতি বছরের ৭ মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের মোট বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৫০ কোটি ডলার।

অলিয়ানজ গ্লোবাল ইনভেস্টরসের পোর্টফোলিও ম্যানেজার লু য়ু বলেন, বাণিজ্য আলোচনা স্থগিত হওয়ার পর চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ২০ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তা সত্ত্বেও ডলার ও অন্যান্য মুদ্রার বিপরীতে দুর্বল চীনা ইউয়ান চীনা ম্যানুফ্যাকচারার্সদের বিদেশে পণ্য বিক্রি করতে সহায়তা করেছে।

এদিকে গত বছরের একই সময়ের তুলনায় গত মাসে চীনের রফতানি ২ শতাংশ এবং আমদানি ৮ দশমিক ৩ শতাংশ হ্রাস পেতে পারে বলে অর্থনীতিবিদদের নিয়ে রয়টার্সের এক মতামত জরিপে পূর্বাভাস করা হয়েছিল। এছাড়া জুলাইয়ে দেশটির সামগ্রিক বাণিজ্য উদ্বৃত্ত ৪ হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে বলেও পূর্বাভাস করা হয়েছিল।

চলতি বছরের জুনে চীনের রফতানিতে বছরওয়ারি ১ দশমিক ৩ শতাংশ পতন দেখা যায়। আমদানিতেও ৭ দশমিক ৩ শতাংশ পতন ঘটে। জুনে চীনের মোট বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৯৮ কোটি ডলার।

এদিকে গত মাসের এ বাণিজ্য গতিশীলতা দীর্ঘস্থায়ী না-ও হতে পারে বলে জানিয়েছেন ক্যাপিটাল ইকোনমিকসের চীন-বিষয়ক অর্থনীতিবিদ জুলিয়ান ইভান্স-প্রিচার্ড। এক নোটে তিনি বলেন, ভবিষ্যৎ বিশ্লেষণ করে মনে হচ্ছে চীনের রফতানি আগামী প্রান্তিকগুলোয় স্তিমিত থাকবে।

তিনি আরো বলেন, ১ সেপ্টেম্বর থেকে নতুন শুল্কারোপ বাস্তবায়ন হতে যাচ্ছে। কিন্তু কিছু মজুদের কারণে চলতি মাসেও চীনের রফতানি সুবিধাজনক অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন বন্দরগুলোয় মজুদের ব্যবস্থা সীমিত হওয়ায় আগামী মাসগুলোয় এ সুবিধা ধীরে ধীরে কমতে থাকবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যেই মন্থর হয়ে পড়ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটির গতি। গত মাসে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ২ শতাংশ, যা ২৭ বছরের মধ্যে দুর্বলতম প্রবৃদ্ধি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫