দ্বিতীয় প্রান্তিকে জাপানের বার্ষিক প্রবৃদ্ধি ১.৮%

প্রকাশ: আগস্ট ১০, ২০১৯

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জাপানের অর্থনীতি বার্ষিক ১ দশমিক ৮ শতাংশ সম্প্রসারিত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, এপ্রিল-জুন প্রান্তিকে জাপানের মূল্যস্ফীতি-সমন্বিত জিডিপি পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকের চাঙ্গা ভাবের পর সর্বশেষ পরিসংখ্যান বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিটি আরো মন্থর হওয়ার আভাস দিচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে জাপানের বেসরকারি ব্যয় পূর্ববর্তী প্রান্তিক থেকে দশমিক ৬ শতাংশ বেড়েছে। দেশটির অর্থনীতির ৬০ শতাংশে অবদান রয়েছে বেসরকারি ব্যয়ের। এছাড়া আগের প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে জাপানের মূলধন ব্যয় ও সরকারি বিনিয়োগ বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৫ শতাংশ ও ১ শতাংশ। তবে রফতানিতে দশমিক ১ শতাংশ পতন দেখা গেছে

 

সূত্র: সিনহুয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫