সাবেক জেলা জজের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিস

প্রকাশ: আগস্ট ০৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম খানের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিস জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের পরিচালক কাজী শফিকুল আলম নোটিসটি পাঠান।

প্রাথমিক অনুসন্ধানে রেজাউল করিম খানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত নামে-বেনামে বিপুল সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয়া হয়েছে। নোটিসে তাকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে অনুসন্ধান কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে সাবেক এ বিচারকের ৫ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৬২১ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নগদ হিসেবে তার কাছে ৪ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ১৩১ টাকা রয়েছে। এ টাকা রেমিট্যান্সের মাধ্যমে পাওয়া বলে তিনি দাবি করলেও এর পক্ষে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এ আয় অস্বাভাবিক ও জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিস জারির কথা জানিয়েছে দুদক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫