লংকাবাংলার উদ্যোগে ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের সহায়তা

প্রকাশ: আগস্ট ০৯, ২০১৯

লংকাবাংলা ফাউন্ডেশন ঢাকা শিশু হাসপাতালে গতকাল ডেঙ্গু আক্রান্ত শিশুদের সহায়তা দিয়েছে।

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ রূপ ধারণ করছে। লংকাবাংলা ফাউন্ডেশন সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে দেশে বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকা শিশু হাসপাতালের মাধ্যমে সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।

সহায়তা প্রদানের প্রথম ধাপে ঢাকা শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বিভিন্ন ধরনের চিকিৎসাসামগ্রীসহ স্যালাইন, ডেক্সট্রোজ ইনজেকশন, ক্যানোলা, মশারি, অ্যারোসল, মশার কয়েল ইত্যাদি দেয়া হয়েছে। ঢাকা শিশু হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত দরিদ্র ও অসহায় শিশুদের এ সহায়তা দেয়া হয়।

লংকাবাংলার চিফ রিস্ক অফিসার মোহাম্মদ কামরুল হাসান, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স, উম্মে হাবিবা শারমীন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) ও লংকাবাংলা ফাউন্ডেশনের প্রধান মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শফী আহমেদকে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন। হস্তান্তর কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য সহকর্মীরা। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫