দুর্নীতির অভিযোগে মরিয়ম নওয়াজ গ্রেফতার

প্রকাশ: আগস্ট ০৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক   

দুর্নীতির অভিযোগে বিরোধীদলীয় নেতা মরিয়ম নওয়াজকে পাকিস্তানের দুর্নীতি দমন ব্যুরো গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএফ-এন) মুখপাত্র আজম বুখারি। এ নিয়ে শরিফ পরিবারের নেতৃত্বাধীন পার্টির আরেক উচ্চক্ষমতাধর নেতাকে গ্রেফতার করা হলো। খবর রয়টার্স।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বর্তমানে লাহোরের একটি জেলে আটক রয়েছেন। চাচাতো ভাই ইউসুফ আব্বাসের সঙ্গে বাবাকে দেখতে যাওয়ার চেষ্টা করছিলেন নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। দুর্নীতির অভিযোগ এনে এ সময় তাকে গ্রেফতার করা হয়।  

চৌধুরী সুগার মিলের একটি মামলায় মরিয়ম ও আব্বাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পিএমএল-এনের মুখপাত্র। এটি শরিফ পরিবারের চিনিকল। রাজনৈতিক উদ্দেশ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এ মুখপাত্র। প্রসঙ্গত, তিন দশক ধরে শরিফ পরিবার দেশটির রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫