আন্তর্জাতিক ফুটবলে দুই মাস নিষিদ্ধ জেসুস

প্রকাশ: আগস্ট ০৮, ২০১৯

বণিক বার্তা অনলাইন

কোপা আমেরিকার সর্বশেষ আসরের ফাইনালে অখেলোয়াড় সুলভ আচরণের শাস্তিস্বরূপ ২ মাস নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। তবে এই নিষেধাজ্ঞা শুধুই আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে প্রযোজ্য। এ ছাড়া জেসুসকে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। খবর গোল ডটকম।

বুধবার এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ এ শাস্তির বিষয়টি জানিয়েছে।

যদিও এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে এক সপ্তাহের সময় পাবেন ম্যানচেস্টার সিটির এই স্টাইকার। তবে সিদ্ধান্ত বহাল থাকলে আগামী সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করবেন তিনি।

গত ৭ জুলাই পেরুর বিপক্ষে কোপার ফাইনাল ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তবে ম্যাচের ৭০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। কিন্তু রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে হাত নেড়ে আপত্তিকর ইশারা করেন জেসুস। এমনকি মাঠ ছাড়ার আগে সাইডলাইনে থাকা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মনিটরেও ধাক্কা দিয়ে আসেন তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫