প্রিমিয়ার লিগে অভিষেকের অপেক্ষায়

প্রকাশ: আগস্ট ০৮, ২০১৯

আজ ইংল্যান্ডের স্থানীয় সময় বিকাল ৫টায় শেষ হয়ে যাবে প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদল। অর্থাৎ দল গুছিয়ে নেয়ার আজই শেষ সময়। ১৬ মে থেকে এখন পর্যন্ত বেশকিছু চুক্তি সম্পন্ন হয়েছে। প্রিমিয়ার লিগে এসেছে অনেক নতুন মুখ। তাদের মধ্যে অনেকেই প্রিমিয়ার লিগেরই এক ক্লাব থেকে অন্য ক্লাবে নাম লিখিয়েছেন, যেমন হ্যারি মাগুইয়ার। তাকে ৮০ মিলিয়ন পাউন্ডে লেস্টার সিটির কাছ থেকে কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইংল্যান্ডের বাইরে থেকেও এসেছেন অনেকে, যারা প্রথমবারের মতো খেলবেন প্রিমিয়ার লিগে। দলবদল শেষ হলেই সবার আগ্রহের কেন্দ্রে থাকবেন নতুনরা। কেনাকাটা কেমন হলো, কিংবা কেমন করেন নতুনরা; এমন ভাবনা থাকবে সবার মনে। বেশকিছু প্রতিশ্রুতিশীল খেলোয়াড় এবারই প্রথম খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে। স্পোর্টসমেইল বাছাইকৃত এমনই ১০ তরুণকে তুলে ধরেছে, যারা এবারই প্রথম খেলবেন প্রিমিয়ার লিগে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫