উত্তাল সমুদ্রে ক্লিংকার বোঝায় দুইটি জাহাজ ডুবি

প্রকাশ: আগস্ট ০৭, ২০১৯

বণিক বার্তা অনলাইন

বিরূপ আবহাওয়ায় উত্তাল সাগরে সিমেন্টের ক্লিংকারবাহী দুইটি জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ। আজ বুধবার দুপুরের দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৮ ও এমভি টিটু-১৯ ডুবে যায়।

জাহাজের ক্রুদের সকলকে উদ্ধার করা যায়নি। নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভী ও সোয়াডস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিএ চট্টগ্রাগের উপ-পরিচালক মো. সেলিম বলেন, কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকার নিয়ে জাহাজ দুইটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল। তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা ফেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙ্গে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়।

এসব জাহাজ দুটির প্রতিটিতে ১২ জন করে ক্রু থাকে জানিয়ে তিনি বলেন, এমভি-টিটু-১৮ এর সকল ক্রুকে উদ্ধার করা হয়েছে। অপর লোকদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫