বন্যায় খাদ্যশস্য নষ্ট হয়নি: খাদ্যমন্ত্রী

প্রকাশ: আগস্ট ০৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

চলতি বছর বন্যায় দেশের খাদ্যশস্য নষ্ট হয়নি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল দুপুরে মোংলার জয়মনিরঘোল এলাকার সাইলোর কার্যক্রম পরিদর্শনকালে এ কথা জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে। বন্যায় খাদ্যশস্য নষ্ট হয়নি। ফলে খাদ্য সংকট হওয়ার কোনো কারণ নেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ৪৬ শতাংশ খাদ্যশস্য মোংলা বন্দর দিয়ে আমদানি করা হচ্ছে।

তিনি বলেন, মোংলার বৃহত্তম এ সাইলো আরো কার্যকরী করার জন্য জেটির সামনের অংশের পশুর নদীতে ড্রেজিং ও মোংলা-জয়মনি রাস্তাটিও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।

তিনি বলেন, প্রয়োজনীয় খাদ্য মজুদ করতে পর্যাপ্ত গুদাম প্রয়োজন। এজন্য সরকার পাঁচ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন আরো ২০০টি সাইলো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কাজ চলছে। দেশব্যাপী সাইলো নির্মাণ করা হলে খাদ্যশস্য যেমন মজুদ করা যাবে তেমনি যে কোনো দুর্যোগকালীন সময়ে তা ব্যবহার করা যাবে।

মোংলা সাইলো পরিদর্শনকালে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫