সুপার ওভারে হারল ইমার্জিং নারী দল

প্রকাশ: আগস্ট ০৬, ২০১৯

ছয় বলে প্রয়োজন ছিল ৯ রান। হাতে তখনো ৭ উইকেট। কিন্তু সেই ওভারে ৮ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ ইমার্জিং নারী দল। ফলে টাই হয়ে ম্যাচ চলে যায় সুপার ওভারে। যেখানে এক ওভারে বাংলাদেশ ১০ রান তুললে প্রোটিয়া ইমার্জিং নারীদের সামনে লক্ষ্য দাঁড় হয় ১১ রানের। কিন্তু রিতু মনির প্রথম তিন বলে একটি ছক্কা, দুটি চারে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। ফলে একেবারে কাছাকাছি গিয়েও জেতা হলো না বাংলাদেশের মেয়েদের।

এদিন প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা নারী দল। পরে নির্ধারিত ওভারে বাংলাদেশের মেয়েরাও থামে ১৪৭ রানে। তাই সুপার ওভারেই নিষ্পত্তি করা হয় ম্যাচের। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল প্রোটিয়া নারীরা।ক্রিকইনফো

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫