ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর বাড়ল

প্রকাশ: আগস্ট ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছর বাড়ানো হয়েছে। তহবিলটির ব্যবস্থাপক বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট জানিয়েছে, সরকারের আদেশ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ আইনের ২০এ ধারা প্রয়োগ করা হয়েছে।

২০০৯ সালে তালিকাভুক্ত ফান্ডটির মেয়াদ চলতি মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ১০ বছর মেয়াদ বাড়ানোর ফলে ২০২৯ সালের ১৮ আগস্ট পর্যন্ত ফান্ডটি কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

গত ১ আগস্ট চলতি বাজারদরের ভিত্তিতে ফান্ডটির মোট সম্পদমূল্য দাঁড়ায় ১৫২ কোটি ৬০ লাখ ১ হাজার ৮৫৩ টাকা। ইউনিটপ্রতি সম্পদমূল্য ছিল ১০ টাকা ৫৪ পয়সা।

ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৭ আগস্ট। সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ৯৭ পয়সা। ৩০ জুন বাজারদরের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১০ টাকা ৮০ পয়সা, এক বছর আগে যা ছিল ১১ টাকা ৪৪ পয়সা। ফান্ডটির পরিশোধিত মূলধন ১৪৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

গতকাল শেয়ারটির সর্বশেষ দর ছিল ৫ টাকা ৩০ পয়সা। সমাপনী দর ছিল ৫ টাকা ৪০ পয়সা।

 

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫