ডেঙ্গুতে অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু

প্রকাশ: আগস্ট ০৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ৫৪ বছর বয়সী সৈয়দা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি ঘটলে শনিবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোরেশী দম্পতির চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। তিন ছেলের একজন মেডিকেল কলেজের ছাত্র, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও একজন নটর ডেম কলেজে পড়ছে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, এ পর্যন্ত দেশে পুলিশ সদস্যসহ তাদের পরিবারের ১৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অর্ধেকই পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে ১৪৮ জন ঢাকার ও দুজন ঢাকার বাইরের। এর মধ্যে ৩০ জুলাই পুলিশ কনস্টেবল মো. দুলাল হোসেনের স্ত্রী রুপা আক্তার (২৭), ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন পুলিশের এসআই কোহিনুর বেগম নীলা (৩৩) মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইডেন কলেজ শিক্ষার্থীর মৃত্যু এদিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে শান্তা আক্তার (২০) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শান্তা পরিবারের সঙ্গে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫