এজলাসের ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক

প্রকাশ: আগস্ট ০৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো 

চট্টগ্রামে আদালতের কার্যক্রম চলাকালীন মোবাইল ফোনে এজলাসের ছবি তোলা ও ভিডিও ধারণের অভিযোগে সাইফুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালত থেকে তাকে আটক করা হয়।

পতেঙ্গা থানার জিআরও প্রকাশ বড়ুয়া জানান, আদালত চলাকালীন ভেতরে ঢুকে ম্যাজিস্ট্রেটের বক্তব্য, আদালতে ভেতরের দৃশ্য ভিডিও ধারণ ও ছবি তুলছিলেন সাইফুল নামে এক যুবক। আমার নজরে এলে তা ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। পরে ম্যাজিস্ট্রেট সাইফুলকে আটক করে তার মোবাইল ফোন জব্দের আদেশ দেন। আটককৃত যুবক সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫