হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের নাম বদলে যেতে পারে

প্রকাশ: আগস্ট ০৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক   

ফেসবুক নিয়ন্ত্রিত দুটি সেবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপ ইনস্টাগ্রাম। জনপ্রিয় এ সেবা দুটির নাম বদলে যেতে পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামকে একত্র করে গ্রাহককে সমন্বিত সেবা দেয়ার প্রথম পদক্ষেপ হিসেবে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের নাম যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। খবর এনডিটিভি।

বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, যেসব পণ্য ও সেবা ফেসবুকের অংশ, তা নিয়ে গ্রাহকদের স্পষ্ট ধারণা দিতে তিন প্লাটফর্মের সমন্বিত সেবা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে সেবা দুটির নাম হবে যথাক্রমে ‘হোয়াটসঅ্যাপ ফ্রম ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক’।

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের আইওএস সংস্করণে এরই মধ্যে এ ধরনের লেখা দেখা গেছে। এখনো হোম পেজে ফেসবুকের নাম দেখা না গেলেও ভবিষ্যতে তা যুক্ত হতে পারে।

২০১২ সালে ইনস্টাগ্রাম কিনে নিয়েছিল ফেসবুক। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় প্রতিষ্ঠানটি। উভয় প্লাটফর্মের গ্রাহক সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫