অনুপ্রবেশকারীদের মরদেহ ফেরত নিতে পাকিস্তানকে ভারতের আহ্বান

প্রকাশ: আগস্ট ০৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় বাহিনীর হাতে নিহত পাঁচ পাকিস্তানি সৈনিকের লাশ ফেরত নিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। জম্মু-কাশ্মীর সীমান্তের কেরান সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশকালে পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) পাঁচ সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। খবর এনডিটিভি।

ব্যাটের সদস্যরা এ সেক্টর দিয়ে ভারতে প্রবেশ করে কেরান সেক্টরে দেশটির একটি অগ্রবর্তী পোস্টে হামলা চালাতে চেষ্টা করছিল বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ সেক্টরে এখনো ব্যাপক গোলাগুলি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, সাদা পতাকা বৈঠকের মাধ্যমে নিহত সৈনিকদের লাশ ফেরত নিতে পাকিস্তান সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছে ভারতীয় বাহিনী। মৃত সৈন্যদের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করতে ভারত লাশগুলো ফেরত দিতে চায় বলে জানিয়েছে একই সূত্র।

তবে ভারতের হাতে পাকিস্তানি সৈন্য হত্যার বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫