ইউল্যাব ও বিপিসিএলের সমঝোতা চুক্তি

প্রকাশ: আগস্ট ০৫, ২০১৯

ফিচার প্রতিবেদক

৩০ জুলাই প্লাস্টিক রিসাইক্লিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় তাদের অভ্যাসে পরিবর্তন আনতে বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড ও ইউল্যাব যৌথভাবে কাজ করতে এ সমঝোতা চুক্তি হয়

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেডের (বিপিসিএল) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর ৩০ জুলাই ইউল্যাব চ্যান্সেলরি, ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচএম জহিরুল হক এবং জনাব খাদেম মাহমুদ ইউসুফ, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বিপিসিএল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

প্লাস্টিক রিসাইক্লিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় তাদের অভ্যাসে পরিবর্তন আনতে বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড ও ইউল্যাব যৌথভাবে কাজ করতে এ সমঝোতা চুক্তি হয়। যার ফলে বিপিসিএল, ইউল্যাবের সঙ্গে ‘ক্লিং ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ শিরোনামে একটি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। প্রজেক্টের স্লোগান হচ্ছে ‘Small change in behaviour, great impact on planet’। শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহূত প্লাস্টিক পেট এবং এইচডিপি বোতল নিয়ে তার পরিবর্তে তাদের ক্যান্টিনে এবং স্টেশনারিতে মূল্যছাড় দিয়ে তাদের রিসাইক্লিংয়ে অনুপ্রাণিত করবে বিপিসিএল।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান; ইউল্যাব সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক ড. সামিয়া সেলিম; বিপিসিএলের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইঞ্জিনিয়ার নাজনীন আখতার; বিপিসিএলের ইনোভেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাদিয়া জাফরিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫